ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শরৎ স্মৃতি পাঠাগারের হুইলচেয়ার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৩

ঢাকা: শরৎ স্মৃতি সংসদ ও পাঠাগার ২৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে। এছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন তিন শতাধিক রোগী।



শনিবার পিরোজপুর শাঁখারীকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে এই চিকিৎসা সেবা ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. তপন কুমার ম-ল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. শর্মিষ্ঠা ঘোষাল, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) কমল কৃষ্ণ হালদার এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

এর আগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শামসুল হক। স্থানীয় সরকারি সিরাজুল হক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কেশবলাল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার শুকদেব ঢালী, নাজিরপুরের উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: আবদুল মতিন সরদার, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান খান গাউস, শাঁখারীকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন ম-ল, পাঠাগারের সভাপতি প্রদীপ কুমার দাস ও সম্পাদক জীবাংশু ঢালী বক্তৃতা করেন।

অনুষ্ঠানে শাঁখারীকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় পাঠাগার কর্তৃক প্রকাশিত শারদীয় স্মরণিকা ‘বিজয়া’ র মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৩
এমআইএইচ/আরআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।