ঢাকা: কোলেস্টেরোল নিয়ে আপনার হয়তো আলাদা কোনো মাথা ব্যথা নেই। এমনকি ডায়াবেটিকস কিংবা হার্টের অসুখ থাকা সত্ত্বেও কোলেস্টেরোল নিয়ন্ত্রণে আপনি কোনো ওষুধ খাচ্ছেন না।
তবে আপনি ভুল করছেন।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অব কার্ডিওলজি কর্তৃক প্রকাশিত নতুন গাইডলাইন অনুসারে কোলেস্টেরোল নিয়ন্ত্রণের ব্যাপারটি শুধু শরীরের লিপিড লেভেল নিয়ন্ত্রণের সঙ্গেই জড়িত নয়, বরং মানুষের হৃদরোগ জনিত সব সম্ভাবনাই এর সঙ্গে সংশ্লিষ্ট।
বয়স,ওজন এবং রক্তচাপ প্রভৃতি বিষয়ের পাশাপাশি কোলেস্টেরোলও হার্টের অসুখ নির্ধারণের ক্ষেত্রে অন্যতম নিয়ামক।
এছাড়া ডায়াবেটিকের রোগীদেরও কোলেস্টেরোল সহনীয় মাত্রায় রাখতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। কারণ অতিরিক্ত কোলেস্টেরোল এসব রোগীর ঝুঁকি বৃদ্ধি করে।
তাই কোলেস্টেরোল নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে আর দেরি নয়, দেরি করলে ফাঁকিতে পড়বেন আপনিই।
টাইম ম্যাগাজিন অবলম্বনে
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৩