ঢাকা: অনেকে সিগারেটের নেশা কাটিয়ে উঠতে ই-সিগারেটের শরনাপন্ন হন! কিন্তু এই ই-সিগারেট হিতে বিপরীতই ঘটিয়ে চলে!
সম্প্রতি গবেষণা শেষে এমনই তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস মেডিকেল সোসাইটির স্বাস্থ্য বিজ্ঞানীরা। তারা বলছেন, ই-সিগারেট উপরুন্ত গাঁজা ও কোকেনসহ এ জাতীয় মাদকের প্রতি আসক্তি বৃদ্ধি করে।
ম্যাসাচুটেস মেডিকেলের গবেষকদের মতো একই দাবি করেছেন কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ও নিউরোসায়েন্টিস্ট প্রফেসর এরিক কান্ডেল। তার মতে, ই-সিগারেটের মাধ্যমে দাহ্য তামাকের কিছু প্রভাব দূর হয় ঠিকই, কিন্তু এটা মস্তিষ্কে এমন প্রভাব ফেলে যে কারণে সাধারণ সিগারেটের মতই ক্ষতিকর মাদকের প্রতি আসক্তি বৃদ্ধি করে।
২০০২ সালে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেলজয়ী এরিক স্ত্রী দেনিস কান্ডেলের সঙ্গে মিলে পরিচালিত গবেষণা শেষে বলেন, ই-সিগারেটে নিকোটিন থাকে। বিশেষত কৈশোরে, যখন মস্তিষ্কের পরিবর্ধন-পরিবর্তন হয় তখন এই নিকোটিন সাধারণ সিগারেটের মতই মাদকের প্রতি আসক্তি বাড়ায়।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪