ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’তে অটিস্টিক শিশুদের বাবা-মায়েদের নিয়ে প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
বিএসএমএমইউ’তে অটিস্টিক শিশুদের বাবা-মায়েদের নিয়ে প্রশিক্ষণ ছবি : সংগৃহীত

ঢাকা: অটিস্টিক শিশুদের বাবা-মায়েদের সচেতনতা ও বাসায় তাদের উন্নতির জন্য করণীয় বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূটি শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই প্রশিক্ষণ শুরু হয়।

ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো-ডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণে অটিস্টিক শিশুদের বাবা-মায়েদের বিভিন্ন দিক নির্দেশনা ও কারিগরি জ্ঞান দেওয়া হবে।

‘আরলি ইন্টারভেনশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট ফর দ্য প্যারেন্টস অব চিলড্রেন উইথ অটিজম’ শীর্ষক এ প্রশিক্ষণটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, প্রোক্টর অধ্যাপক ডা. হাবীবুর রহমান দুলাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. হেলাল উদ্দিন। এছাড়া ছিলেন ইপনা প্রকল্প পরিচালক ও শিশু নিউরোলজিস্ট অধ্যাপক শাহীন আখতার এবং বিএসএমএমইউ’র শিশু নিউরোলজিস্ট অধ্যাপক ডা. মিজানুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপচার্য কামরুল হাসান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টার কথা স্মরণ করে বলেন, বর্তমান সরকার অটিস্টিক শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অটিস্টিক শিশুদের চিকিৎসার চাইতে পরিচর্যাই প্রধান বিষয়। এ ব্যাপারে প্রধান ভূমিকা তাদের বাবা এবং মায়ের।

প্রশিক্ষণে অটিস্টিক শিশুদের বাবা-মায়েদের সচেতনতা এবং তাদের সঙ্গে বিজ্ঞান-সম্মতভাবে কাজ করার পদ্ধতি শেখানো হবে। এর আগে বাবা-মায়েদের মধ্যে প্রশিক্ষণ উপকরণও বিতরণ করা হয়। এতে মোট ৪০ জন অভিভাবক অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।