শনিবার (২১ অক্টোবর) দুপুরে রাজশাহীতে ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে সচেতনতা বিষয়ক সেমিনারে বক্তারা এমন তথ্য জানিয়েছেন। প্রফেসর ডা. দায়েম উদ্দিন ক্যান্সার ফাউন্ডেশনের আয়োজনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জানানো হয় যে, পৃথিবীর যতো ক্যান্সার আছে তার মধ্যে ১২ ভাগ ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ব্রেস্ট ক্যান্সার রোধে সচেতনতা প্রয়োজন। সমাজে সচেতনতা বৃদ্ধি করতে পারলে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব।
আর ব্রেস্ট ক্যান্সারের শুধু নারীরাই নয়, পুরুষরাও আক্রান্ত হন। তবে সংখ্যায় অনেক কম। মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সচেতন হতে হবে। সেই সঙ্গে খাদ্যাভ্যাস, ধূমপান, মদ্যপান থেকে নিজেদের দূর রেখে পরিচ্ছন্ন জীবনযাপন করলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে যায় বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এসএস/আরআই