এবার ওয়াক ফর লাইফ ক্লিনিক জন্মগত বাঁকা পা বা মুগুর পা শিশুকে চিকিৎসা সেবা হাজারের কোটা পার করলো। সেবাদানের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন- অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুল আলম, ডা. শ্যামল চন্দ্র বর্মণ (আরএস ক্যাজুয়ালিটি), দি গ্লেনকো ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও ডোনার কলিন মেক ফারলেন, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাজিয়া সুলতানা, রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্সের সদস্য এনামুল ইসলাম ও ওয়াক ফর লাইফের সিলেট বিভাগীয় ক্লিনিক ইনচার্জ ও ফিজিওথেরাপিস্ট মারুফ আহমেদ চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে শতাধিক মুগুর পা মুক্ত শিশুসহ তাদের বাবা-মা উপস্থিত ছিলেন।
২০১০ সালের জুন মাস থেকে দি গ্লেনকো ফাউন্ডেশন পরিচালিত ওয়াক ফর লাইফ জন্মগত বাঁকা পা বা মুগুর পায়ের চিকিৎসা অত্র হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অধীনে সংস্থাটির কার্যক্ষম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার পর্যন্ত এক হাজার শিশুদের চিকিৎসা সেবা দিয়ে মাইল ফলক পার করলো সিওমেক হাসপাতাল। ওয়াক ফর লাইফ ক্লিনিক সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করে থাকে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনইউ/আরবি/