ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে ডেঙ্গুতে প্রাণ গেলো শিশুর, ফের বাড়ছে রোগী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ঢামেকে ডেঙ্গুতে প্রাণ গেলো শিশুর, ফের বাড়ছে রোগী  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফটক

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। দু’দিন একটু কম থাকার পর রোগীর সংখ্যা আবার বাড়ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (৫ আগস্ট) সকালের দিকে হাসানের মৃত্যুর বিষয়টি নথিভুক্ত হয়েছে হাসপাতালের নথিতে।

এ ব্যাপারে ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩ আগস্ট হাসপাতালে ভর্তি হয় সে।

এ গতকাল রাত সাড়ে নটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হাসানের বাড়ি ভোলা দৌলতখান উপজেলায়। সকালে হাসপাতালে নথিতে হাসানের নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, গত দু’দিনের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এই ২৪ ঘণ্টা হল রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত। হাসপাতালে এখন সর্বমোট ভর্তি আছে ৫৭০ জন ডেঙ্গু রোগী।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।