সোমবার (৫ আগস্ট) খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট ঝিনু মারমা এ তথ্য জানান।
তিনি জানান, ডেঙ্গু রোগীদের মধ্যে পানখাইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা নুনুপ্রু মারমা, সুইচিং মং, লাভলী মারমা, ফিলিফ চাকমা, রাসেল ইসলাম, সুইম্রাও মারমা ৫ বছরের শিশু খিং খিং খাগড়াছড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়।
তিনি আরও জানান ডেঙ্গু আক্রান্তদের জন্য হাসপাতালে আলাদা পর্যবেক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট ঝিনু মারমা বলেন, আমরা ১২০টি ডেঙ্গু পরীক্ষার কীট পেয়েছি। গত চারদিনে আমরা ৬৬ জনের পরীক্ষা করেছি। এরমধ্যে ৬ জনের পজেটিভ। বাকীরা আসার আগে ডেঙ্গু পরীক্ষা বাইরের প্যাথলজিতে করা হতো।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. নয়নময় ত্রিপুরা বলেন, শুরুর দিকে ঢাকায় থাকায় ডেঙ্গু আক্রান্ত হলেও বর্তমানে খাগড়াছড়িতে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এনিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানালেন চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এডি/এএটি