ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু মোকাবিলায় বিশেষজ্ঞ পরামর্শ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ডেঙ্গু মোকাবিলায় বিশেষজ্ঞ পরামর্শ প্রতীকী ছবি

ঢাকা: ডেঙ্গুজ্বরের ভয়াবহতার মধ্যে রোগীদের বিচলিত বা আতঙ্কিত না হতে বেশকিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের সেই সব পরামর্শ তথ্য অধিদপ্তরের মাধ্যমে জানিয়েছে সরকার। 

বাড়িতে ডেঙ্গুর চিকিৎসা

•          পর্যাপ্ত বিশ্রাম (জ্বর চলাকালীন এবং জ্বরের পর এক সপ্তাহ)।
•          স্বাভাবিক খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়া, যেমন- খাবার স্যালাইন।


•          গ্লুকোজ, ভাতের মাড়, বার্লি, ডাবের পানি, দুধ বা হরলিক্স, বাসায় তৈরি ফলের রস, স্যুপ ইত্যাদি।
 
বাড়িতে চিকিৎসা চলাকালীন সতর্কতা

(নিচের যেকোন একটি লক্ষণ দেখা দিলে অতিসত্বর হাসপাতালে যোগাযোগ করতে হবে)

•          জ্বর কমার প্রথম দিন রোগীর শারীরিক অবস্থার অবনতি।
•          বার বার বমি/মুখে তরল খাবার খেতে না পারা।
•          পেটে তীব্র ব্যথা।
•          শরীর মুখ বেশি দুর্বল অথবা নিস্তেজ হয়ে পড়া বা হঠাৎ করে অস্থিরতা বেড়ে যাওয়া।
•          শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া বা শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া।
 
জ্বর থাকাকালীন চিকিৎসা: প্যারাসিটামল ট্যাবলেট

•          পূর্ণবয়স্কদের জন্য দু’টি করে প্রতি ৬/৮ ঘণ্টা পর পর।
•          বাচ্চাদের জন্য বয়স ও ওজন অনুসারে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী।
•          জ্বর থাকাকালীন রোগী দিনরাত সবসময় মশারির ভেতরে থাকবে।
 
জ্বর থাকাকালীন নিম্নোক্ত ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে

•          ব্যথানাশক ওষুধ (এন.এস.এ.আই.ডি গ্রুপ যেমন- ডাইক্লোফেন, আইবুপ্রোফেন, ন্যাপারক্সেন, মেফেন)।
•          এসপিরিন/ক্রোপিডোপ্রেল (এন্টি প্লাটিলেট গ্রুপ) হৃদরোগীদের জন্য জ্বর থাকাকালীন ও প্লাটিলেট হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
•          ওয়ারফারিন (এন্টিকোয়াগুলেন্ট) হৃদরোগীদের জন্য জ্বর থাকাকালীন ও প্লাটিলেট হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
•          এন্টিবায়েটিক জাতীয় ওষুধ (বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে)।
•          কুসুম গরম পানি বা নরমাল তাপমাত্রার পানি দ্বারা সারা শরীর মোছা।
•          বাড়ি ও এর আশেপাশের এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিশ্চিহ্ন করা এবং মশার আবাসস্থলে স্প্রে করা   
 
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট দুই হাজার ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতি ২৪ ঘণ্টা পর কন্ট্রোল রুম যে তথ্য দিচ্ছে সর্বশেষ সংখ্যাটি অতীতের রেকর্ড ভেঙেছে।
 
২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৫৯ জন এবং রাজধানীর বাইরে সারাদেশে ৯০৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
 
সরকারের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি হতে এ পর্যন্ত মোট ২৭ হাজার ৪৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৯ হাজার ৭৬১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
 
বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের মধ্যে মোট সাত হাজার ৬৫৮ জন এখনও চিকিৎসাধীন। এর মধ্যে রাজধানীর ৩৮টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন চার হাজার ৯৬২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি আছেন ২ হাজার ৬৯৬ জন।  
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।