বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ অবস অ্যান্ড গাইনোকলোজি সোসাইটি (ওজিএসবি) ও ষাটোর্ধ্ব মানুষের স্বার্থে কাজ করা সংগঠন ‘৬০+’ এর যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এ অভিমত দেন।
আলোচনায় বলা হয়, মাত্র আট বছর আগেই দেশের মানুষের গড় আয়ু ছিল ৬৬ বছর, যা এখন হয়েছে ৭২ বছর।
আলোচকরা বলেন, ষাটোর্ধ্ব নারীদের জন্য আইন থাকলেও তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই আইনের বিষয়ে অবহিত নন। আবার আইনের বিষয় জানলেও নানা কারণে আইগনত অধিকার আদায়ে তারা উদ্যোগী হন না। বরং পরিস্থিতির মুখে বেশিরভাগই মানসিক সমস্যায় ভোগেন। তারা অনেক সময়ই সন্তান বা স্বজনদের কাছ থেকে অবহেলা ও বঞ্চনার শিকার হন। এমনকি অনেকে অসুস্থ হলে চিকিৎসারও সুযোগ পান না। অনেকে চিকিৎসার কথা অন্য কাউকে বলতেও পারেন না। শারীরিক অনেক সমস্যা বয়স্ক নারীরা গোপন করায় রোগের জটিলতা আরও বেড়ে যায়। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব মহল থেকেই এক্ষেত্রে সচেতনতার মাত্রা বাড়াতে হবে।
ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. সামিনা চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডা. সাহলা খাতুন। আরও উপস্থিত ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. রওশন আরা বেগম, মহাসচিব অধ্যাপক ডা. সালেহা বেগম, অধ্যাপক ডা. খুরশীদ মাওলা, ব্রিগেডিয়ার জেনারেল ডা. সুরাইয়া রহমান, অধ্যাপক ডা. দিপি বড়ুয়া, অধ্যাপক ডা. পারুল জাহান, অধ্যাপক ডা. দিলরুবা আক্তার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হাসিনা মমতাজ, ‘৬০+’ এর সম্পাদক মোশরেফা শরীফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এমএএম/এইচএ/