ঢাকা: ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান করোনা প্রতিরোধের টিকা নিয়েছেন।
রোববার (৭ জানুয়ারী) বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি টিকা নেন।
এ সময় একুশে পদকপ্রাপ্ত এই চিকিৎসক বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল টিকা নেওয়ার স্থানটি খুবই ভালো। সুন্দরভাবে এখানে লোকজন টিকা নিচ্ছেন। সবারই টিকা নেওয়া উচিত, ভয়ের কিছু নেই।
অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছেন জানিয়ে ডা. কাজী কামরুজ্জামান বলেন, অনেকে অনেক কথা বলছেন, এ কথাগুলো ঠিক নয়। টিকা বিজ্ঞানসম্মত, সবারই করোনা টিকা নেওয়া দরকার।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. তাসমিনা পারভীন জানান, রোববার বেলা ১২টা পর্যন্ত ১০০ জনের উপরে টিকা নিয়েছেন। টিকার কার্যক্রম বিকেল পর্যন্ত চলবে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এজেডএস/এমজেএফ