ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ক্যানসার নিরাময়যোগ্য: ডা. কনক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ক্যানসার নিরাময়যোগ্য: ডা. কনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস উদযাপন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, ‘শিশু ক্যানসার প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি অত্যন্ত জরুরি। সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ক্যানসার নিরাময়যোগ্য।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস উপলক্ষে র‌্যালি শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিশুদের ক্যানসারের চিকিৎসায় শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানে ২০১৯ সালে ক্যানসারে আক্রান্ত ৬০ জন শিশু চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেছেন। এ থেকেই প্রমাণিত হয় সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ক্যানসার নিরাময়যোগ্য। ’

তিনি বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে ক্যানসার চিকিৎসায় শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশে সফলতার হার বেশি দেখা যায়। ক্যানসার চিকিৎসায় গড় আয়ু কমে যাওয়ার কোনো ভয় নেই। সবার সম্মিলিত প্রচেষ্টা ক্যানসার প্রতিরোধ এবং এ রোগে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

অন্য বক্তারা বলেন, ‘সারা বিশ্বে প্রায় প্রতি বছর লক্ষাধিক শিশু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিশু মৃত্যুর হারে ক্যানসার একটি বড় প্রভাবক। তবে বর্তমানে আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী এ রোগের নিরাময় সম্পূর্ণরূপে সম্ভব। এখন আমাদের দেশেই চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় শিশু ক্যানসারের উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। এ দেশে দক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ কাজ করে যাচ্ছে। পাশাপাশি আধুনিক ও উন্নত চিকিৎসা ব্যবস্থা করার মাধ্যমে ক্যানসার চিকিৎসায় তাদের অভিজ্ঞতা ক্রমান্বয়ে দেশের অন্য মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ’

তারা বলেন, ‘এ মরণব্যাধি এখন নিরাময়যোগ্য এবং দেশেই চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হচ্ছে ক্যানসারে আক্রান্ত শিশুরা। তবে, সাধারণ মানুষের মধ্যে শিশু ক্যানসার নিয়ে নানা ধরনের ভ্রান্ত ধারণা ও কুসংস্কার এখনো বিরাজমান, যা রোগ নির্ণয় পরবর্তী অনেক ক্ষেত্রে চিকিৎসা শুরুতে কালক্ষেপণ করে রোগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এ ভ্রান্ত ধারণা পরিবর্তন করতে হলে সচেতনা সৃষ্টির কোনো বিকল্প নেই। ক্যানসার কোনো ছোঁয়াচে রোগ নয়। শিশুদের ক্যানসার সঠিক চিকিৎসায় মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। ’

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস (ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যানসার ডে) উদযাপন করে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
পিএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।