ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মির্জাপুর স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
মির্জাপুর স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত ডা. মাকসুদা খানম

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম করোনায় আক্রান্ত হয়েছেন।  

শনিবার (১০ এপ্রিল) সকালে তিনি নিজেই এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

জানা গেছে, ডা. মাকসুদা খানম গত ৮ ফেব্রুয়ারি মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র থেকে করোনার টিকার প্রথম ডোজ নেন। দ্বিতীয় ডোজ টিকার সময় হলেও তিনি এখনো নেননি। গত কয়েকদিন ধরে তার করোনার উপসর্গ দেখা দিলে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

ডা. মাকসুদা খানম বাংলানিউজকে জানান, মির্জাপুর সদরে নিজ বাসায় তিনি আইসোলেশনে থাকবেন। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।