ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাগুরা সদর হাসপাতালকে অস্থায়ী মেডিক্যাল কলেজ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
মাগুরা সদর হাসপাতালকে অস্থায়ী মেডিক্যাল কলেজ ঘোষণা মাগুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল । ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালকে রোববার (২৫ এপ্রিল) থেকে অস্থায়ীভাবে মাগুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।  

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম এর পাঠানো এক নির্দেশনায় এ ঘোষণা জানা গেছে।

 

এখন থেকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালটি মাগুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।  
 
মাগুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. দীন-উল ইসলাম জানান, এ ঘোষণার ফলে মাগুরা মেডিক্যাল কলেজের নিজস্ব স্থাপনা নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত মেডিক্যালের শিক্ষক ও ছাত্রছাত্রীরা হাসপাতালের সঙ্গে সমন্বিতভাবে চিকিৎসায় সহায়তা করতে পারবেন। ফলে মাগুরার মানুষ আরও নিবিড় ও উন্নতমানের স্বাস্থ্যসেবা পাবেন।  

অন্যদিকে মেডিক্যালের ছাত্রছাত্রীরাও শিক্ষকদের সঙ্গে রোগীদের সেবা দানের মাধ্যমে হাতে কলমে শিক্ষা লাভ করতে পারবে। তিনি এ কার্যক্রমে সবাইকে সহায়তার অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।