ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাগুরায় ভারত ফেরত ৩ জনের করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মে ২০, ২০২১
মাগুরায় ভারত ফেরত ৩ জনের করোনা শনাক্ত

মাগুরা: মাগুরায় সম্প্রতি ভারত ফেরত ৯৭ জনের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ার তিনদিন আগে বৃহস্পতিবার (২০ মে)  বিকেলে তাদের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়।

মাগুরা সিভিল সার্জন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারত থেকে আসা পাসপোর্টের যাত্রী ১০১ জন বাংলাদেশিকে ৮ ও ৯ মে থেকে শহরে সরকার নির্ধারিত তিনটি আবাসিক হোটেল সৈকত, ঈগল ও মন্ডলে কোয়ারেন্টিনে রাখা হয়। তাদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়। ৯৭  জনের ৫০ জনের ২২ মে বাকি ৪৭ জনের ১৪ দিন কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হবে ২৩ মে।  

নিয়মানুযায়ী হোটেল ছাড়ার আগে ৯৭ জনের নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি (জবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার ৬৭ জনের ফলাফল আসে। এরমধ্যে ৩ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্ত তিনজনের মধ্যে একজন ৫০ বছর বয়সের নারী বাকি দুইজন পুরুষের বয়স যথাক্রমে ৪০ ও ২৪ বছর। তারা শহরেরর ঢাকা রোডে অবস্থিত সৈকত হোটেলে কোয়ারান্টিনে থাকা ৩৪ সদস্যের মধ্যে তিনজন।

আক্রান্তদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে কিনা সিভিল সার্জন নিশ্চিত করতে পারেননি। বিষয়টি নিশ্চিত হতে আরও দুইদিন সময় লাগবে বলে জানান তিনি। তিনজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মে ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।