ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় প্রাণ হারালেন বিশ্বের আরও ১০ হাজারের বেশি মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জুন ৪, ২০২১
করোনায় প্রাণ হারালেন বিশ্বের আরও ১০ হাজারের বেশি মানুষ

ঢাকা: গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন সারাবিশ্বের আরও ১০ হাজারেরও বেশি মানুষ।  

এনিয়ে বিশ্বে  করোনায় মারা গেলেন ৩৭ লাখ ১৬ হাজার ৬১৫ জন।

বৃহস্পতিবারও বিশ্বের ৪ লাখ ৭০ হাজারের মতো মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাসটি। এ পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১৭ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৬২৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৫৬ লাখ ৩৭২৩ জন।  

এদিকে, গত তিনদিন ধরে প্রতিদিন করোনায় দুই হাজারেরও বেশি মৃত্যু দেখছে ব্রাজিল। বৃহস্পতিবার দেশটির ৮৩ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।  

অন্যদিকে, এ সময়ে হঠাৎ বেড়ে ৫৬২ জনের করোনায় মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ।  

আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বৃহস্পতিবারও ছিল ৫৫০ এর ওপর প্রাণহানি। লাতিন দেশগুলোয় দিনে ৩০ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয় করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়।  

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জুন ৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।