ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্যে বরাদ্দ অর্থ বাস্তবায়নের দিকনির্দেশনা নেই: ডা. লেলিন

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুন ৬, ২০২১
স্বাস্থ্যে বরাদ্দ অর্থ বাস্তবায়নের দিকনির্দেশনা নেই: ডা. লেলিন

ঢাকা: স্বাস্থ্যখাতে ২০২১-২২ সালের অর্থবছরে প্রস্তাবিত অর্থ বাস্তবায়নের কোনো দিকনির্দেশনা নেই বলে উল্লেখ করেছেন হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী।

শুক্রবার (৪ জুন) বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

ডা. লেলিন চৌধুরী বলেন, বাজেটে শুধু বরাদ্দ দিলেই হবে না, সেই অর্থকে যথাযথ পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে হবে। আমাদের স্বাস্থ্যখাতের সেই সামর্থ্য নেই। সামর্থ্য নেই বলেই আমরা ১০ থেকে ১২ বছর পিছনের দিকে তাকালে দেখতে পাই, প্রতি বছর আমাদের স্বাস্থ্যখাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয় তার মধ্যে একটি অংশ অব্যবহৃত থেকে যায়। দ্বিতীয়ত পরিকল্পনা করে একটা সঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে অর্থকে ব্যবহারের ক্ষমতাও আমাদের নেই।

এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও বলেন, অর্থ বরাদ্দ দেওয়া একটিমাত্র অংশ। সেই অর্থ ব্যবহার করতে পরিকল্পনা দরকার, পরিকল্পনা বাস্তবায়নের জন্য দক্ষ জনবল দরকার, দুর্নীতিমুক্ত একটি সমন্বিত ব্যবস্থাপনা দরকার।  কিন্তু আমাদের স্বাস্থ্যখাতের এসব কিছুর বড় ঘাটতি রয়েছে।  

‘গতবছর স্বাস্থ্যখাতে যে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই টাকা দিয়ে এমন কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি যা আমাদের চোখে পড়ে। আমরা দেখেছি সেই টাকা দিয়ে দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের চিকিৎসার যন্ত্রপাতি কেনা হলো, এসব যন্ত্রপাতি ১০ মাস হয়ে গেল আমরা কাজেই লাগাতে পারলাম না। এতে আমরা স্বাস্থ্যখাতের পরিকল্পনাহীনতার পরিচয় পাই। ’

তিনি আরও বলেন, আমাদের মতো দেশের জন্য বিশ্বসাস্থ্য সংস্থা স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশের সমপরিমাণ অর্থ বরাদ্দ দিতে বলে, সেখানে বিগত অনেক বছর থেকে আমাদের দেশে শূন্য দশমিক ৯ শতাংশ বরাদ্দ দিয়ে আসছিল। সেটা এবারের বরাদ্দে একটু বেড়ে একের কাছাকাছি গেছে। কিন্তু এই বরাদ্দ অর্থ মানুষের স্বাস্থ্যের জন্য তো কাজে লাগাতে হবে। সেই রকম কোনো দিকনির্দেশনা আমাদের এবারের বাজেটে দেখি। এটা হচ্ছে এবারের বাজেট সম্বন্ধে আমার মন্তব্য।

ডা. লেলিন বলেন, এবছরের বাজেটকে চিকিৎসা সংক্রান্ত বাজেট বলা যায়, স্বাস্থ্য সংক্রান্ত নয়। চিকিৎসা স্বাস্থ্যখাতের একটি অংশ মাত্র। আমাদের দেশের বাজেটে চিকিৎসাকে সব সময় জোর দেওয়া হয়। এবারের ঘোষিত বাজেটও সেই প্রবণতা থেকে বের হয়ে আসেনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ০৪, ২০২১
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।