ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাগেরহাটে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০, মৃত্যু ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
বাগেরহাটে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০, মৃত্যু ৩ ...

বাগেরহাট: বাগেরহাটে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ৩ জন।

এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৭৫২ জনে। মারা গেছেন ৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৫ জন।

বুধবার (২৩ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৩৬ জনের নমুনা পরিক্ষায় ৬০ শনাক্তের হিসেবে শতকরা হার দাঁড়িয়েছে ৪৪. ১১ শতাশে। বাগেরহাট সদর উপজেলায় ২৫টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৬৩.৩৩ শতাংশ থেকে বেড়ে ৮৪ শতাংশে দাঁড়িয়েছে। কচুয়ায় ৫টি নমুনা পরিক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৬০ শতাংশ। রামপালে ১৩টি নমুনা পরিক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রামপালে সংক্রমণ হার ৫৩.৮৪ শতাংশ। মোরেলগঞ্জে ২১টি নমুনা পরিক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোরেলগঞ্জে সংক্রমণ হার ৪২.৮৫ শতাংশ। ফকিরহাটে ১ জনের নমুনা পরিক্ষায় ১ জন আক্রান্ত হয়েছে। ফকিরহাটে সংক্রমণের হার ১০০ শতাংশ। শরণখোলা উপজেলায় ১ জনের নমুনা পরিক্ষায় ১ জন আক্রান্ত হয়েছে। শরণখোলায় সংক্রমণের হার ১০০ শতাংশ।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে মোংলা, রামপাল ও মোড়েলগঞ্জ উপজলায় একজন করে মারা গেছেন। আমরা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করেছি, যাতে নিরব সংক্রমণ বন্ধ হয়। এছাড়াও ঝুঁকিপূর্ণ উপজেলা মোংলা, রামপাল ও মোড়েলগঞ্জের উপর স্বাস্থ্য বিভাগ বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।