ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নওগাঁয় একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুলাই ১, ২০২১
নওগাঁয় একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

নওগাঁ: করোনা আক্রান্ত হয়ে নওগাঁয় গত একদিনে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়ালো।

 

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার বিবেচনায় শতকরা ৩৫ দশমিক ৭ শতাংশ। মোট আক্রান্ত চার হাজার ৬০০ জন।

বৃহস্পতিবার (০১ জুলাই) বেলা ১১টার দিকে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় র‌্যাপিট এন্টিজেন ২০৫ টেস্টের মধ্যে ৪৪ জন ও আরটিপিসিআরের ১০৩ টেস্টের মধ্যে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে জেলায় একদিনে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে।  

মৃত ব্যক্তিরা হলেন- পত্নীতলা উপজেলার দুই, বদলগাছীর এক, রাণীনগররের এক ও আত্রাইয়ের একজন। ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৫ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছে তিন হাজার ২৪০ জন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।