ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টাঙ্গাইলে করোনায় ১৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ১, ২০২১
টাঙ্গাইলে করোনায় ১৬ জনের মৃত্যু

টাঙ্গাইল: গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও একই দিনে করোনা উপসর্গ নিয়ে আরো ৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান এ তথ্য জানান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত মৃত ৭ জনের মধ্যে করোনা ওয়ার্ডের আইসিইউতে ৪ জন, করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া আরো ৯ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়াও হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩১ জন এবং উপসর্গ নিয়ে আরো ৬০ রোগী করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীর স্বজনদের অভিযোগ, করোনা ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। এছাড়া আইসিইউতে গ্যাসের সমস্যা রয়েছে। পর্যাপ্ত সিটের ব্যবস্থা না থাকায় মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন বাংলানিউজকে বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬২৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় করোনা সংক্রমণের হার ৪০.৯২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।