ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: বগুড়ায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ৩, ২০২১
করোনা: বগুড়ায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১১২ ...

বগুড়া: বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে আরও ছয় জনের মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ১১২ জনের এবং সুস্থ হয়েছেন ৯১ জন।

শনিবার (০৩ জুলাই) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন- বগুড়া সদরের আলী জাহিদ (৭০), সাহেরা বেওয়া (৭০) ও নওগাঁ জেলার মতিন চৌধুরী। তারা তিনজনই সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যাওয়া তিনজনের নাম পরিচয় জানাতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরিক্ষা করা হয়। এতে ৯৩ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৯টি নমুনার মধ্যে ১৯ জনসহ মোট ১১২ জনের পজিটিভ এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৮৫ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৩৯ জন। এছাড়া নতুন ছয় জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন ৯৩২ জন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
কেইউএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।