ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: গোপালগঞ্জে আক্রান্ত ও উপসর্গসহ ৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ৩, ২০২১
করোনা: গোপালগঞ্জে আক্রান্ত ও উপসর্গসহ ৫ জনের মৃত্যু ...

গোপালগঞ্জ: গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।

এছাড়া শুক্রবার রাতে করোনা উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে।
 
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে পিরোজপুরের নাজিরপুর গ্রামের জোবেদা বেগম, একই এলাকার পাপিয়া বেগম ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শাহাজাহান মিয়া মারা যান। এছাড়া উপসর্গ নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের মনির শেখ ও কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ি গ্রামের বিশ্বনাথ জয়ধর করোনা ইউনিটে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ও শনিবার সকালে তাদের মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৭ নমুনা পরিক্ষায় শনাক্ত হয়েছেন ৯১ জন। শনাক্তের হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২৬ হাজার ৮১০টি নমুনা পরিক্ষায় ৫ হাজার ২২৭ জন শনাক্ত হয়েছেন। জেলায় মোট মারা গেছেন ৫৯ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ২৮৬ জন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।