ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২১
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩৮

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলাটির তিন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১১ জনের ৷ এ সময়ের মধ্যে জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৩৮ জনের।

আর সুস্থ হয়েছেন ৮৮ জন।  

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃত আট জন হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার দুলাল (৮৫), আজাহার (৫০), গাইবান্ধা জেলার রেহানা (৯০), নওগাঁ জেলার মুসলেমা (৪০), রহমান সরকার (৬৩), জয়পুরহাট জেলার মোর্শেদা (৪০), তবিবর (৬৮) এবং বাবু (৩৫) ৷ এদের মধ্যে রয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের তিনজন, মোহাম্মদ আলী হাসপাতালে তিনজন, বেসরকারি টিএমএসএস হাসপাতালে একজন। আর একজন নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৷ 

এছাড়া তিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শজিমেক হাসপাতলে দুইজন, মোহাম্মদ আলী হাসপাতালে আটজন। আর টিএমএসএস হাসপাতালে মারা গেছেন একজন।

 ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে চারটি নমুনায় তিন জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ২৫৯ নমুনায় ৬০ জনের, বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৪৮টি নমুনার মধ্যে ১৬ জনের এবং ঢাকায় পাঠানো ২১৭ নমুনা পরীক্ষায় ৯৩ জনসহ মোট ২৩৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৯৩১ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৪ জন। এছাড়া নতুন আট জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৭ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে এক হাজার ৪১৩ জন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।