ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে শনাক্তের রেকর্ড একদিনে ২ শতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ৮, ২০২১
নারায়ণগঞ্জে শনাক্তের রেকর্ড একদিনে ২ শতাধিক ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিগত দিনের এবং করোনার প্রথম ঢেউয়ের সকল রেকর্ড ভেঙে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২০৩ জন এবং মারা গেছেন ১ জন।

নমুনা পরিক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৭.১৭ শতাংশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরিক্ষা করা হয়েছে ৫৪৬টি। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৯৭৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২২৮ জন।

নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১১৭ জন, আড়াইহাজার উপজেলায় ৪, বন্দরে ১০, রুপগঞ্জে ১৪, সদরে ৪৪ ও সোনারগাঁওয়ে ৩৯ জন শনাক্ত হয়েছেন।  

এছাড়া একদিনে সুস্থ হয়েছেন আরও ২৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৩১ জন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।