ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউয়ের ৩৪ বিভাগে নতুন চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
বিএসএমএমইউয়ের ৩৪ বিভাগে নতুন চেয়ারম্যান

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩৪ বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) নবনিযুক্ত চেয়ারম্যানদের হাতে নিয়োগপত্র তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।  

নবনিযুক্ত চেয়ারম্যানরা হলেন- মেডিসিন অনুষদের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগে অধ্যাপক ডা. মুহম্মদ আবুল হাসানাত, কার্ডিওলজি বিভাগে অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, নেফ্রোলজি বিভাগে  অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, মনোরোগবিদ্যা বিভাগে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, রিউমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, হেপাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. আইয়ুব আল মামুন, হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. সালাহ উদ্দীন শাহ, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভূঞা, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম এবং ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. আব্দুল বারী।  

শিশু অনুষদের চেয়ারম্যানরা হলেন- নিওন্যাটোলজি বিভাগে অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, শিশু বিভাগে অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, শিশু নেফ্রোলজি বিভাগে অধ্যাপক ডা. আফরোজা বেগম এবং শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে অধ্যাপক এ টি এম আতিকুর রহমান।  

সার্জারি অনুষদের চেয়ারম্যানরা হলেন- জেনারেল সার্জারি বিভাগে (সার্জিক্যাল অনকোলজিসহ) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, অবসটেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিভাগে অধ্যাপক ডা. বেগম নাসরীন, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহমেদ শামীম, অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. দেবাশীষ বনিক, অর্থোপেডিক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. শফিকুল আলম, কার্ডিয়াক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অটোল্যারিংগোলজি- হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম, শিশু সার্জারি বিভাগে অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেন এবং ভাসকুলার সার্জারি বিভাগে ডা. মো. সাইফ উল্লাহ খান।  

বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের চেয়ারম্যানরা হলেন- অ্যানাটমি বিভাগে অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, ল্যাবরেটরি মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. দেবতোষ পাল, ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, ফিজিওলজি বিভাগে অধ্যাপক ডা. তাসকিনা আলী, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, ভাইরোলজি বিভাগে অধ্যাপক ডা. আফজালুন নেছা এবং মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শারমিন আহমেদ।  

ডেন্টাল অনুষদের চেয়ারম্যানরা হলেন- অর্থোডনটিক্স বিভাগে অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. ওয়ারেছ উদ্দীন এবং প্রস্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমান।  

নার্সিং অনুষদের  গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক মেবেল ডি. রোজারিও। সম্পাদনা সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
পিএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।