ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা-উপসর্গ নিয়ে ঝিনাইদহে ১২ জনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
করোনা-উপসর্গ নিয়ে ঝিনাইদহে ১২ জনের মৃত্যু  ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: করোনা ও উপসর্গ নিয়ে ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও  নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরের দিকে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে ৩৪৪ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ১০৮ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৯ ভাগ।  

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে নয়জন, কোটচাঁদপুরে দু’জন ও কালীগঞ্জে মারা গেছেন একজন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।