ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নওগাঁয় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
নওগাঁয় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৫

নওগাঁ: করোনা আক্রান্ত হয়ে নওগাঁয় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১০৭ জনে দাঁড়ালো।

 

একই সময়ে নওগাঁয় নতুন করে ১১৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৯৫ শতাংশ। এ নিয়ে জেলাটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৩১৪ জন। নতুন মৃত পাঁচ জনের মধ্যে জেলা সদরের দু’জন, মহাদেবপুরের এক, পত্নীতলার এক ও নিয়ামতপুর উপজেলার একজন রয়েছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটিপিসিআর) থেকে ২৪৩ নমুনার বিপরীতে ৮০ জন, র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২২৩ নমুনার বিপরীতে ৩০ জনের এবং জিন এক্সপার্ট পরীক্ষায় ১৪ নমুনার বিপরীতে পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৮০ জন সুস্থ হয়েয়েন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন চার হাজার ৩৬১ জন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।