ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না.গঞ্জে একদিনে করোনায় ২ মৃত্যু, শনাক্ত ২০৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
না.গঞ্জে একদিনে করোনায় ২ মৃত্যু, শনাক্ত ২০৯ ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০৯ জন।

নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ৩৩.৮৭ শতাংশ।

শনিবার (১৭ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. আ. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১৭টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৭৬২ জন এবং মারা গেছেন ২৩৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৩৯ জন, আড়াইহাজার উপজেলায় ২১, বন্দর উপজেলায় ৫৬, রুপগঞ্জ উপজেলায় ৩২, সদর উপজেলায় ৩৬ ও সোনারগাঁ উপজেলায় ২৫ জন শনাক্ত হয়েছেন।

এছাড়া একদিনে সুস্থ হয়েছেন আর ১০৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৩ জন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।