ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু ...

যশোর: যশোরে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে বৃহস্পতিবার ভর্তি রয়েছেন ৯৮ জন এবং ইয়েলো জোনে ৩৩। গত ২৪ ঘণ্টায় রেডজোনে ভর্তি হন ৫ এবং ইয়েলো জোনে ২১ জন।

এদিকে, যশোর সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার, খুলনা মেডিক্যাল কলেজসহ তিনটি প্রতিষ্ঠানে ৬১৯ নমুনা পরীক্ষায় ১৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ২৫ দশমিক ৩৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
ইউজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।