ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাংলাদেশে আসছে ভারতের অক্সিজেন এক্সপ্রেস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
বাংলাদেশে আসছে ভারতের অক্সিজেন এক্সপ্রেস

ঢাকা: ভারত রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেসে অক্সিজেন আসছে বাংলাদেশে। এই প্রথমবারের মতো ভারতের অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কন্টেইনারে ২০০ এমটি লিকুইড মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে আসছে।

 

শনিবার (২৪ জুলাই) ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানিয়েছে।

ভারতের অক্সিজেন এক্সপ্রেস গত ২৪ এপ্রিল থেকে চালু হয়েছে। বিশেষ এই ট্রেন সার্ভিস ভারতে ৪৮০টি অপরেশন পরিচালনা করেছে। প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই প্রথম অক্সিজেন সার্ভিস দিল।

শনিবার ভারতের সাউথ ইস্টার্ন রেলওয়ের আওতায় ট্রেনটি বাংলাদেশের পথে রওনা দিয়েছে। করোনা মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোতে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, এর আগে ঈদের দিন ২১ জুলাই পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ১১টি ট্যাঙ্কার পাঠানো হয়। বাংলাদেশের হাসপাতালে তরল অক্সিজেনের সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে বেনাপোল সীমান্তে গ্রিন করিডোর চালু করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
টিআর/এসআইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।