ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৭০ জন।

সোমবার (২৬ জুলাই) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃত ব্যক্তি হলেন বগুড়া সদর উপজেলার আসাদুল্লাহ (৯০)। অপরদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হয়েছে ৷

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, শমিজেক হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৫ নমুনায় পাঁচজন, এন্টিজেন পরীক্ষায় ২৭৮ জনের মধ্যে ৫৭ জন, বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৪৭টি নমুনার মধ্যে ২৬ জনসহ মোট ১৭০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬৪ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। এছাড়া নতুন একজনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৯ জনে। বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে এক হাজার ৯৭১ জন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১ 
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।