ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালের ৬ জেলায় সিনোফার্মের সোয়া লাখ ডোজ টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
বরিশালের ৬ জেলায় সিনোফার্মের সোয়া লাখ ডোজ টিকা ...

বরিশাল: বরিশাল বিভাগের ৬ জেলার জন্য চীনের সিনোফার্মার ১ লাখ ২৪ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। একই সঙ্গে বরিশাল সিটি করপোরেশন এলাকার জন্য ১৩ হাজার ২০০ ডোজ মডার্ণার টিকা এসে পৌঁছেছে।

বিভাগের মধ্যে  বরিশালের জন্য ৩১ হাজার ২০০ ডোজ, ঝালকাঠির ১০ হাজার ৪০০ ডোজ, পটুয়াখালীর ২৪ হাজার ডোজ, পিরোজপুরের ১৭ হাজার ৬০০ ডোজ, ভোলার ২৭ হাজার ২০০ ডোজ এবং বরগুনার জন্য পাঠানো হয়েছে ১৩ হাজার ৬০০ ডোজ টিকা।

জানাগেছে, বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে বিকেল ৩টার দিকে চীনের সিনোফার্মার টিকার ডোজগুলো বরিশালে এসে পৌঁছায়। বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন টিকাগুলো গ্রহণ করেন। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।