ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রামেকে ফের বেড়েছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ঝরলো ২১ প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
রামেকে ফের বেড়েছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ঝরলো ২১ প্রাণ ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের।

 

সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) মৃত্যু হয়েছিল ১৭ জনের।

রাজশাহী বিভাগীয় কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৪৭৪ জনের মৃত্যু হলো। গত জুন মাসে মারা গেছেন ৪০৫ জন রোগী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ১০ জন নারী। এছাড়া ১৭ জনের মধ্যে রাজশাহীর তিন, নওগাঁ, নাটোর ও পাবনার দু’জন করে এবং ঝিনাইদহের একজন রোগীসহ মোট ১০ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ১১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ভর্তির পর তাদের নমুনা পরীক্ষার সময় মেলেনি।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর সাত, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোরের তিন, নওগাঁর চার, পাবনার পাঁচ ও ঝিনাইদহের একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩৯৯ জন। এর মধ্যে ১৭৮ জন করোনা পজিটিভ এবং ১৭৭ জন করোনা সন্দেহভাজন রোগী। আর ৪৪ জন রোগী করোনা নেগেটিভ হলেও তার একই উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহীর দু’টি আরটি-পিসিআর ল্যাবে শনিবার (২৪ জুলাই) ৬৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯৮ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৫২ শতাংশ।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।