ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নরসিংদীতে ৯৩ কেন্দ্রে দেওয়া হবে করোনা টিকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
নরসিংদীতে ৯৩ কেন্দ্রে দেওয়া হবে করোনা টিকা সিভিল সার্জন কায্যার্লয়, নরসিংদী

নরসিংদী: মহামারি করোনা রোধে নরসিংদীতে ৯৩টি কেন্দ্রে টিকাদান প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ।  

শনিবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৭২টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভার প্রতিটি বুথে ২০০ জন করে দেওয়া হবে সিনোফার্মের টিকার প্রথম ডোজ।

এদিন জেলার ৯৩টি কেন্দ্রে ৪৭ হাজার ৪০০ ডোজ গণটিকা দেওয়া হবে।
 
নরসিংদীর সিভিল সার্জন কায্যার্লয় সূত্রে জানা যায়, মহামারি করোনা রোধে দেশজুড়ে টিকাদান ক্যাম্পেইনে আওতায় নরসিংদীর ৭২টি ইউনিয়নে কেন্দ্র করা হবে। প্রত্যেকটি কেন্দ্রে তিনটি টিকাদান বুথ থাকবে। প্রতিটি বুথে একদিনে ২০০ টিকা দেওয়া হবে। প্রত্যেক ইউনিয়নে তিনটি বুথে ৬০০ জনকে টিকা দেওয়া হবে। এছাড়া জেলার পাঁচটি পৌরসভার ২১টি কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় টিকাদান কর্মসূচিসহ (ইপিআই) অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রমও চলমান থাকবে। প্রতিটি কেন্দ্রে দু’জন টিকাদানকারী (স্বাস্থ্যকর্মী) ও তিনজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। টিকা নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে সচল ফোন সঙ্গে করে আনতে হবে। রেজিস্টেশন ছাড়া ও টিকা কেন্দ্রে এনআইডি কার্ড নিয়ে এলে ডোজ নিতে পারবেন।
 
জেলা সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম বাংলানিউজকে বলেন, টিকাদান কেন্দ্রে বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে। আমরা প্রশাসন, পৌরসভার মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে টিকাদান কেন্দ্রের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আশা রাখছি, সুষ্ঠুভাবে ক্যাম্পেইন সফল হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।