ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

গাজীপুরে কাউন্সিলরের টোকেন ছাড়া টিকা দেওয়া হচ্ছে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
গাজীপুরে কাউন্সিলরের টোকেন ছাড়া টিকা দেওয়া হচ্ছে না ...

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরের টোকেন ছাড়া করোনার টিকা না দেওয়ার অভিযোগ। এতে অনেকেই টিকা নিতে পারেননি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য স্থানীয় কাউন্সিলরের স্বাক্ষরযুক্ত টোকেন নিতে হচ্ছে। এ টোকেন ছাড়া কাউকেই টিকা নিতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় ওই এলাকার স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বিপ্রবর্থা স্কুল কেন্দ্রে টিকা নিতে গেলে সেখানে দায়িত্বপ্রাপ্তরা তাদের কাছে কাউন্সিলরের টোকেন দেখাতে বলে। টোকেন না থাকলে তাদের টিকা নিতে দেওয়া হচ্ছে না। টোকেন না থাকায় অনেকে টিকাদান কেন্দ্রে গিয়েও টিকা না নিয়ে বাড়ি ফিরে যায়।

এ ব্যাপারে কাউন্সিলর এসএম ফারুক আহমেদ বলেন, এ ওয়ার্ডে প্রায় ২২ হাজার লোক রয়েছে। স্থানীয় গণ্যমান্য লোকদের সঙ্গে পরামর্শ করে ৬টি এলাকা থেকে ১০০ জন করে লোক বাছাই করে তাদের টিকার টোকেন দিয়েছি যাতে বিশৃঙ্খলা না হয়।

এব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান,  জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই করোনার টিকা দেওয়া হবে। যারা টিকাদান কেন্দ্রে আগে যাবেন তারা আগে টিকা পাবেন। এজন্য কারো কোনো টোকেনের প্রয়োজন নেই। যদি কেউ টোকেন দিয়ে টিকার ব্যবস্থা করেন তবে তা সঠিক করেননি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭, আগস্ট ৭, ২০২১ 
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।