ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুমিল্লায় শতাধিক টিকা পুশ করলেন নারী কাউন্সিলর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
কুমিল্লায় শতাধিক টিকা পুশ করলেন নারী কাউন্সিলর

কুমিল্লায় নিজ কার্যালয়ে শতাধিক টিকা পুশ করলেন নারী কাউন্সিলর নাদিয়া নাসরিন। সেই ছবি ফেসবুকে বৃহস্পতিবার ভাইরাল হয়েছে।

সূত্র মতে, ৯ আগস্ট বিশৃঙ্খলার কারণে নগরীর ৬নং ওয়ার্ডের হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ ঘোষণা করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ওইদিন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু গণমাধ্যমকে জানান, ৬০০ ডোজ টিকার মধ্যে ১২৫ ডোজ টিকা বাকি থাকতে কেন্দ্রে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। যার কারণে ওই ১২৫ ডোজ টিকা তিনি তার হেফাজতে নিয়ে আসেন। কিন্তু বৃহস্পতিবার ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, নিজের কার্যালয়ে মানুষের শরীরে টিকা পুশ করছেন কুমিল্লা সিটি করপোরেশনের এক কাউন্সিলর।  বিষয়টি নিয়ে নগরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগও বিষয়টি এই কয়েক দিনে জানতে পারেনি। জানা যায়, ওইদিনের বাড়তি ১২৫ ডোজ টিকাই পুশ করেন নারী কাউন্সিলর।

নাদিয়া নাসরিন সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। নগরীর হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া নিজ অফিসে তিনি মর্ডানার ওই টিকা পুশ করেন।

নাদিয়া নাসরিন জানান, টিকাকেন্দ্রে ঝামেলা হয়। পরে তিনি টিকাগুলো তাঁর অফিসে নিয়ে আসেন। এরপর নিজেই মানুষের শরীরে টিকা পুশ করেন।  

তিনি বলেন, অতীতে আমার টিকা দেওয়ার প্রশিক্ষণ ও সনদ আছে। তাই নিজেই টিকা দিয়েছি। আর এতে কারো কোনো সমস্যা হয়নি।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, ‘কাউন্সিলর কোনোভাবেই টিকা পুশ করতে পারেন না। সিটি করপোরেশনের সাথে কথা বলে বিষয়টি জানবো। ’

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।