ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালে করোনায় আরো ১০ জনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
মমেক হাসপাতালে করোনায় আরো ১০ জনের মৃত্যু 

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ৪ জন এবং উপসর্গ নিয়ে মারা যায় ৬ জন।

বুধবার (২৫ আগষ্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

তিনি জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের ৯ জন ও জামালপুরের ১ জন।  

ডা. মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯৮ জন এবং আইসিউতে ১১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। তবে সুস্থ হয়েছেন ২৫ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮০৩ টি নমুনা পরীক্ষায় আরো ১৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৫৫৩ জন। এর মধ‍্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪৮১ জন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।