ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুতে দিশেহারা শিশুরা

শোয়েব মিথুন, সিনিয়র ফটোগ্রাফার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
ডেঙ্গুতে দিশেহারা শিশুরা ডেঙ্গুতে দিশেহারা শিশুরা। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: একদিকে করোনার থাবায় নাজেহাল দেশ। অন্যদিকে জোরেসোরে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭৮ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৮৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ১০৩ জন রোগী ভর্তি রয়েছেন। সব মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর হয়েছে।

রাজধানী শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতালেও বেহাল দশা। সরেজমিনে সেখানের চিত্র তুলে এনেছেন বাংলানিউজের সিনিয়র ফটোগ্রাফার শোয়েব মিথুন

হাসপাতালে একটি বেডে মশারির ভেতর এক শিশুকে দেখা যাচ্ছে।

মশারির ভেতরেই মায়ের কোলে এক শিশু।

খেলনা দিয়ে খেলছে এক শিশু।

একটি ওয়ার্ডে অভিভাবকসহ শিশুরা।

হাসপাতালে একটি বেডে মশারির ভেতর এক শিশুকে দেখা যাচ্ছে।

অভিভাবকরা শিশুদের দেখভাল করছেন।

ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে এক শিশু।

ঘুমানোর চেষ্টা করছে এক শিশু।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।