ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনা বিভাগে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
খুলনা বিভাগে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু ফাইল ফটো

খুলনা: খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ৮০ দিন পর একদিনে বিভাগে এটিই সর্বনিম্ন মৃত্যু।

এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ২৭১ জন।  

এর আগে গত ১০ জুন একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়।

সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সর্বশেষ রোববার (২৯ আগস্ট) খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২২৬ জনের।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদাহ ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ৮ হাজার ৭৫১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯৯৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৯৩৯ জন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এমআরএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।