ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মৌলভীবাজারে ফের করোনা শনাক্তের হার বেড়েছে

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
মৌলভীবাজারে ফের করোনা শনাক্তের হার বেড়েছে

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের শরীরে। এর মধ্য দিয়ে মৌলভীবাজারে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮ শতাংশে।


 
শনিবার (১৮ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 
সেখানে উল্লেখ করা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে ১৮ দশমিক ১ শতাংশ। গতকাল এটি ছিলো ১৫ শতাংশে, এর আগের দিন ১৩। বুধবার মৌলভীবাজারে শনাক্তের হার ছিলো ১১ শতাংশ। গত মঙ্গলবার এটি ৭ শতাংশে ছিলো।
 
সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৮ হাজার ২৭ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৩৬ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।  
 
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, নতুন শনাক্ত ১৫ জন জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ৬ জন, জুড়ীর ২ জন, শ্রীমঙ্গলের ৩ জন, বড়লেখা ২ জন, কুলাউড়া ১ জন, রাজনগর ১ জন। এ নিয়ে জেলায় ৮ হাজার ২৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
 
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ১৫ জন, জুড়ীর ১২ জন, শ্রীমঙ্গলের ১ জন, কুলাউড়ার ৮ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৯১৬ জন।
 
গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।