ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

একদিনে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, আক্রান্ত ২১৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
একদিনে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, আক্রান্ত ২১৯ এডিস মশা

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৯ জন। এর মধ্যে ঢাকাতে ১৬৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি  হয়েছেন ৫২ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৩৬ জন এবং অন্যান্য বিভাগে সর্বমোট ২১৮ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ১৭ হাজার ৭৯০ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৭৭১ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা,  সেপ্টেম্বর ২৮, ২০২১
আরকেআর /জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।