ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

করোনার উপসর্গে মমেকে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
করোনার উপসর্গে মমেকে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে এই দিনে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

সোমবার (১১ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আইসিইউতে পাঁচজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০১ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি নয়জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ২১৫টি নমুনা পরীক্ষা করে তিনজন পজিটিভ শনাক্ত হয়েছেন।

 বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।