ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

বরিশালে দ্বিতীয় দিনের মতো চলছে গণটিকা কার্যক্রম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
বরিশালে দ্বিতীয় দিনের মতো চলছে গণটিকা কার্যক্রম 

বরিশাল: বরিশালে দ্বিতীয় দিনের মতো চলছে গণটিকা কার্যক্রম।

বিভাগীয় স্বাস্থ্যের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, প্রথম ডোজের টিকা ৭৮ লাখ ১৬ হাজার জনকে দেওয়ার তাদের টার্গেট রয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) গণটিকার আওতায় বিভাগের ৬ জেলায় প্রথম ডোজ ৬ লাখ ৭৯ হাজার ও দ্বিতীয় ডোজের টিকা দিয়েছেন ২৭ হাজার ২ জনকে।

গণটিকার বেলায় শিক্ষার্থীদের ফাইজার আর অন্যদের সিনোভ্যাকের টিকা দেওয়া হচ্ছে। এজন্য প্রতি ইউনিয়নে তিনটি কেন্দ্র, পৌরসভার প্রতি ওয়ার্ডে একটি করে কেন্দ্র ও সিটি করপোরেশনে নয়টি টিকাদান কেন্দ্র রয়েছে।

এর পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র এবং ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে গণটিকা দেওয়া হয়।

যারা চলাচলে অক্ষম তাদের বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে বাড়িতে গিয়ে টিকা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে নগরে রেডক্রিসেন্টের ৬০ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। শনিবার বরিশাল নদীবন্দরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।