ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে মো. ইয়াদ হাসান নামে দুই মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
লেইট অনসেট সেপসিস রোগে আক্রান্ত হয়ে গত ২২ ফেব্রুয়ারি শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল।
এ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ২৭ ফেব্রুয়ারি রাতে সে মারা যায়।
ইয়াদ ত্রিশাল উপজেলার বাসিন্দা মো. ঈশা খানের ছেলে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বতর্মানে হাসপাতালের আইসিইউতে সাতজনসহ করোনা ইউনিটে মোট ৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১৫ জন করোনা পজিটিভ।
এছাড়া হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন সাতজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সাতজন করোনা পজিটিভ হয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এসআই