ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পহেলা বৈশাখ থেকে গণস্বাস্থ্যে স্বল্প খরচে ডায়ালাইসিস সুবিধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
পহেলা বৈশাখ থেকে গণস্বাস্থ্যে স্বল্প খরচে ডায়ালাইসিস সুবিধা গণস্বাস্থ্য নগর হাসপাতাল

ঢাকা: আগামী পহেলা বৈশাখ থেকে দরিদ্র কিডনি রোগীদের অল্প খরচে ডায়ালাইসিস চিকিৎসা সুবিধা দিতে যাচ্ছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল।

মঙ্গলবার (৮ মার্চ) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।

এতে বলা হয়, আগামী পহেলা বৈশাখ (১৫ এপ্রিল) থেকে দরিদ্র বিকল কিডনি রোগীদের গণস্বাস্থ্য নগর হাসপাতালে রাত ৮ টা হতে ভোর ৫ টার শিফটে হেমোডায়ালাইসিসে অল্প খরচে বিশেষ সুবিধা দেওয়া হবে। ডায়ালাইসিস চলাকালীন সময়ে হাসপাতাল থেকে ১০০ টাকায় খাওয়ার ব্যবস্থাও থাকবে।

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার (এফোর্ডেবল হেলথ কেয়ার ট্রাস্টের একটি প্রকল্প)। গণস্বাস্থ্য ডায়ালইসিস সেন্টার দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। গণস্বাস্থ্য কেন্দ্র তার সকল প্রতিষ্ঠান সবসময় মানুষের জন্য কম খরচে সেবা দিয়ে থাকে।

অতি দরিদ্র, দরিদ্র এবং নিন্মবিত্ত এই তিন শ্রেণিতে ভাগ করে গণস্বাস্থ্যের ডায়ালাইসিস চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রতি সেশন ডায়ালাইসিস-এর জন্য অতি দরিদ্রদের ৫০০ টাকা, দরিদ্রদের ৬০০ টাকা এবং নিন্মবিত্তদের ৭০০ টাকা দিতে হবে। এছাড়াও সপ্তাহে তিনবার ডায়ালাইসিস-এর অগ্রিম দেওয়া টাকার পরিমাণ যথাক্রমে ১২০০, ১৫০০ এবং ১৮০০টাকা।   

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
আরকেআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।