রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরও ৪ হাজার ৮৬৪ শিশু শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। সরকারি কর্মসূচির অংশ হিসেবে ৫-১১ বছর বয়সী এসব শিশুকে এই টিকা দেওয়া হয়।
রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু জানান- সোমবার (২৯ আগস্ট) ৫ম দিনে সকাল ৯টা শুরু হয় টিকাদান কর্মসূচি, চলে দিনব্যাপী। এদিন মহানগরীর ওয়ার্ড পর্যায়ে ৪৪টি স্কুলের মোট ৪ হাজার ৮৬৪ শিশুকে করোনার টিকা দেওয়া হয়।
তিনি জানান, দেশের সব সিটি করপোরেশনের মতো রাজশাহীতেও ৫-১১ বছরের শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম জানান, এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই শিশুদের করোনা টিকা দেওয়ার কার্যক্রম চলছে। তার বিভাগের কর্মীদের প্রাপ্ত তথ্য অনুসারে সোমবার মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে ৯০ জন, ২ নম্বর ওয়ার্ডে ১২০ জন, ৩ নম্বর ওয়ার্ডে ১০০ জন, ৪ নম্বর ওয়ার্ডে ২০০ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৩১০ জন, ৬ নম্বর ওয়ার্ডে ২০ জন, ৭ নম্বর ওয়ার্ডে ১৪০ জন, ৮ নম্বর ওয়ার্ডে ১৫০ জন, ৯ নম্বর ওয়ার্ডে ১২৯ জন, ১০ নম্বর ওয়ার্ডে ১৪০ জন, ১১ নম্বর ওয়ার্ডে ৪০ জন, ১২ নম্বর ওয়ার্ডে ২৪০ জন, ১৩ নম্বর ওয়ার্ডে ৩৩০ জন, ১৪ নম্বর ওয়ার্ডে ৪৬০, ১৫ নম্বর ওয়ার্ডে ৩২০ জন, ১৬ নম্বর ওয়ার্ডে ৭০ জন, ১৭ নম্বর ওয়ার্ডে ৯০ জন, ১৮ নম্বর ওয়ার্ডে ১১০ জন, ১৯ নম্বর ওয়ার্ডে ৩২০ জন, ২০ নম্বর ওয়ার্ডে ৪০ জন, ২১ নম্বর ওয়ার্ডে ৮৮ জন, ২২ নম্বর ওয়ার্ডে ১২৭ জন, ২৩ নম্বর ওয়ার্ডে ৩৫ জন, ২৪ নম্বর ওয়ার্ডে ২০ জন, ২৫ নম্বর ওয়ার্ডে ৪৩০ জন, ২৬ নম্বর ওয়ার্ডে ২৯৭ জন, ২৭ নম্বর ওয়ার্ডে ২৩৮ জন, ২৮ নম্বর ওয়ার্ডে ১৪০ জন এবং ২৯ নম্বর ওয়ার্ডে ৭০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এসএস/এমএমজেড