ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ভারত

জম্মু-শ্রীনগর মহাসড়কে বাস খাদে পড়ে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
জম্মু-শ্রীনগর মহাসড়কে বাস খাদে পড়ে ১০ জনের মৃত্যু

ভারতের শ্রীনগর-জম্মু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে  ১০ জনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং বাসটি রামবান জেলার ব্যাটারি চেশমা নামক স্থানে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

হতাহতরা অভিবাসী শ্রমিক তারা শ্রীনগর যাচ্ছিলেন।

প্রবল বৃষ্টির মধ্যে মরদেহ উদ্ধারের জন্য রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা এবং পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।

রাজ্যের গভর্নর লেফটেন্যান্ট মনোজ সিনহা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং বলেছেন নিহতদের পরিবারকে সমস্ত সহায়তা দেওয়া হবে।

ভুক্তভোগীদের স্বজনদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ সিনহা বলেছেন,  রামবনে দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরে গভীরভাবে মর্মাহত, যারা মূল্যবান প্রাণ হারিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি জেলা প্রশাসন ও ডিভি কমকে নির্দেশ জারি করেছি, নিয়ম অনুযায়ী সব ধরনের সহায়তা দেওয়ার জন্য।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।