কলকাতা: ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে লঞ্চডুবিতে ভারতীয় নৌবাহিনীর সদস্যসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯৪ জনকে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুর্ঘটনাটি ঘটেছে মুম্বাই উপকূলে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের তথ্য মতে, সমুদ্র পথে নৌসেনার একটি স্পিডবোটের ট্রায়াল চলছিল। স্পিডবোটটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই লঞ্চটিতে সজোরে ধাক্কা দেয়। ফাটল দেখা দেয় লঞ্চটিতে। হুড়হুড়িয়ে পানি ঢুকতে শুরু করে লঞ্চটিতে। আরব সাগরে ধীরে ধীরে ডুবতে থাকে সেটি। তবে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়।
স্থানীয় মৎস্যজীবীরা নৌকা নিয়ে যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই আসে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীও। তাদের সঙ্গে আসে মুম্বাই পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। মোট ৯৪ জনকে উদ্ধার করা হয়েছে।
এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় লঞ্চের বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নৌবাহিনীর ১১টি বোট, মেরিন পুলিশের ৩টি ভেসেল এবং উপকূলরক্ষী বাহিনীর ১টি বোট উদ্ধারকাজ চালাচ্ছে। পাশাপাশি ৪টি হেলিকপ্টারের মাধ্যমেও তল্লাশি চালানো হচ্ছে।
এ ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, একটি লঞ্চের দুর্ঘটনার খবর পেয়েছি। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। উদ্ধারকাজ চলছে। অধিকাংশ যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় নৌসেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার বিকেল ৪টা নাগাদ নৌসেনার একটি স্পিডবোটের ইঞ্জিনের ট্রায়াল চলছিল। এ সময় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে নীলকমল নামে একটি যাত্রীবাহী লঞ্চে ধাক্কা মারে। যাত্রীদের নিয়ে গেটওয়ে অব ইন্ডিয়া থেকে ফেরিটি এলিফ্যান্টা দ্বীপ যাচ্ছিল।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
ভিএস/এমজেএফ