কলকাতা: কলকাতা থেকে চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচল শুরু হলো শনিবার (৩০ এপ্রিল)। ভারত এবং বাংলাদেশের মধ্যে ২০১৫ সালে হওয়া সমুদ্র নৌ বন্দর চুক্তির পরিপ্রেক্ষিতে এই দিন কলকাতা বন্দরে জাহাজ এম ভি হারবার-১ নোঙর করে।
কলকাতা বন্দরের সিনিয়র ট্রাফিক ম্যানেজার আশিস চৌধুরী এবং বন্দরের অন্যান্য কর্মকর্তারা জাহাজের নাবিকদের অভিবাদন জানান। বন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদ এবং প্রথম সচিব (কর্মাস) মহম্মদ সাইফুল ইসলাম।
এম ভি হারবার-১ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দর ছাড়ে। এম ভি হারবার-১ দুই দেশের তরফেই নৌ পরিবহনের অনুমতি পেয়েছে। মুবারক হোসেন এই জাহাজের ক্যাপ্টেন হিসেবে কলকাতায় আসেন।
বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, ০১ মে, ২০১৬
ভি.এস/এএনজি/আরআই