ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতা থেকে চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, মে ১, ২০১৬
কলকাতা থেকে চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচল শুরু

কলকাতা: কলকাতা থেকে চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচল শুরু হলো শনিবার (৩০ এপ্রিল)। ভারত এবং বাংলাদেশের মধ্যে ২০১৫ সালে হওয়া সমুদ্র নৌ বন্দর চুক্তির পরিপ্রেক্ষিতে এই দিন কলকাতা বন্দরে জাহাজ এম ভি হারবার-১ নোঙর করে।

কলকাতা বন্দরের সিনিয়র ট্রাফিক ম্যানেজার আশিস চৌধুরী এবং বন্দরের অন্যান্য কর্মকর্তারা জাহাজের নাবিকদের অভিবাদন জানান। বন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদ এবং প্রথম সচিব (কর্মাস) মহম্মদ সাইফুল  ইসলাম।

এম ভি হারবার-১ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দর ছাড়ে। এম ভি হারবার-১ দুই দেশের তরফেই নৌ পরিবহনের অনুমতি পেয়েছে। মুবারক হোসেন এই জাহাজের ক্যাপ্টেন হিসেবে কলকাতায় আসেন।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, ০১ মে, ২০১৬
ভি.এস/এএনজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।