আগরতলা: ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে বিজেপি দলের যুব মোর্চা।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করা হয়।
বৃহস্পতিবার (২৬ মে) শিক্ষামন্ত্রীর সরকারি বাস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এদিন যুব মোর্চা’র কর্মী সমর্থকরা মিছিল নিয়ে বের হয়ে রাজধানীর শিশুবিহার স্কুল সংলগ্ন মন্ত্রীদের সরকারি আবাসে যাওয়ার পথে পুলিশ গেট ফেলে তাদের বাধা দেয়। মোর্চার কর্মী সমর্থকরা গেট ঠেলে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।
বিক্ষোভকারীদের সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। বিক্ষোভের খবর পেয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি মন্ত্রীর সরকারি আবাসের সামনে ছুটে যান। পরে পুলিশ বিক্ষোভকারীদের বাসে করে অন্যত্র নিয়ে যান।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বি জে পি দলের সহসভাপতি সুবল ভৌমিক।
তিনি বলেন, এই কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তি না দিয়ে আড়াল করার চেষ্টা করছেন শিক্ষামন্ত্রী। এই কর্মসূচিতে যুব মোর্চার পাশাপাশি প্রদেশ বি জে পি দলও লাগাতর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ২৬, ২০১৬
পিসি/